Ajker Patrika

ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি
ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত

বাগেরহাটের রামপালে ধানখেতে হাঁস প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওমর ফারুক ওরফে আজাবুর ফকির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার উজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উজুলকুর গ্রামের মৃত আমির আলী ফকিরের ছেলে। তিনি মোংলা ইপিজেডের একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত ওমর ফারুকের খালাতো ভাই কাজী ফিরোজ আহমেদ বলেন, ‘ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে আজ বিকেলে ওমর ফারুকের সঙ্গে প্রতিবেশী ও নিকট আত্মীয় আলীর বাগ্‌বিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে ঝগড়া থেমে গেলে ওমর ফারুক মসজিদে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় প্রতিবেশী আলী, কামাল, মোহাম্মদ ও জামাল তাঁর ওপর হামলা করে। আলীর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে ওমর ফারুক গুরুতর আহত হন। পরে আমরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত