অভয়নগর (যশোর) প্রতিনিধি
রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট। যশোর-৪ আসনে ইতিমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার আসনটিতে ১৪৯টি ভোটকেন্দ্রে ৯৯৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন।
যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া ও সদর উপজেলার একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। মূলত তাঁকে ঘিরে ভোটের মাঠের প্রচার জমে ওঠে। এ ছাড়া মাঠে রয়েছেন আরও পাঁচ প্রার্থী।
তাঁরা হলেন–স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল), জাতীয় পার্টির (লাঙল) জহুরুল হক, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার)। এদের মধ্যে রনজিত রায় ও সুকৃতী মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মোট চার লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উপজেলা ভিত্তিক হিসাবে অভয়নগরে দুই লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার।
রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট। যশোর-৪ আসনে ইতিমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার আসনটিতে ১৪৯টি ভোটকেন্দ্রে ৯৯৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন।
যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া ও সদর উপজেলার একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। মূলত তাঁকে ঘিরে ভোটের মাঠের প্রচার জমে ওঠে। এ ছাড়া মাঠে রয়েছেন আরও পাঁচ প্রার্থী।
তাঁরা হলেন–স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল), জাতীয় পার্টির (লাঙল) জহুরুল হক, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার)। এদের মধ্যে রনজিত রায় ও সুকৃতী মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মোট চার লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উপজেলা ভিত্তিক হিসাবে অভয়নগরে দুই লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে