Ajker Patrika

ইবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত 

ইবি প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭: ৫০
ইবিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছের বাইরে নিজস্ব পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিলের সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে চূড়ান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি এজেন্ডা নিয়েই একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। সমন্বিত ভর্তি পরীক্ষা যতক্ষণ পর্যন্ত একটি গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা গুচ্ছতে অংশ নেব না। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির সভায় বিষয়টি তুলবেন।’ 

এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল সভায় অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ডিনসহ সব বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন। 

এদিকে আজ সকালে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত