সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকার মেঘনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
প্রত্যক্ষদর্শী বিনেরপোতা মসজিদের ইমাম ইস্রাফিল হোসেন বলেন, আজিজুর রহমান কয়েক বছর ধরে মাধবকাটি গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তালা উপজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে তালায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে বিনেরপোতায় মেঘনা মোড়ে সাতক্ষীরাগামী একটি মাটি বহনকারী ট্রাকের সঙ্গে আজিজুরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নূরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই।’
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের পাঠিয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে।
সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকার মেঘনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
প্রত্যক্ষদর্শী বিনেরপোতা মসজিদের ইমাম ইস্রাফিল হোসেন বলেন, আজিজুর রহমান কয়েক বছর ধরে মাধবকাটি গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তালা উপজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে তালায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে বিনেরপোতায় মেঘনা মোড়ে সাতক্ষীরাগামী একটি মাটি বহনকারী ট্রাকের সঙ্গে আজিজুরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নূরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই।’
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের পাঠিয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪৩ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে