Ajker Patrika

কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১৫
কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু 

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তার। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ইটবোঝায় ট্রাক্টরটি জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি।  

নিহত কৃষি কর্মকর্তার নাম লতিফুর কবির (৫৫)। তিনি ঝিনাইদহের বাথপুকুরিয়া গ্রামের মৃত মেহের আলী শেখের ছেলে এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা। এ কারণে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে না। আমরা স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করব।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। 

উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘লতিফুর কবির অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুরের ফুলবাড়ী পৌঁছালে পেছন দিক থেকে তাঁকে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান প্রতীক আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ির ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। এতে রক্তক্ষরণ হয়েছে মাথার ভেতরে। হয়তো ওই কারণে তাঁর মৃত্যু হয়েছে।’

এর আগে ৩ ফেব্রুয়ারি কোটচাঁদপুরের জালালপুর সড়কের গালিমপুর মোড়ে মাটিবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরেকজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত