Ajker Patrika

নাশকতার ২ মামলায় আ.লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১: ০৭
নাশকতার ২ মামলায় আ.লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নায়েব আলী জোয়ারদারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়ি থেকে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। 

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। মামলার ১ নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে তাঁর অবস্থান করার খবরে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। তখন নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বর্তমানে র‍্যাব ক্যাম্পে রাখা হয়েছে। তবে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। 

গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের মিছিল শেষে নেতা-কর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত