Ajker Patrika

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ৩৬
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ 

কাঠভর্তি আলমসাধু গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহতাব হক নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার সকালে উপজেলার চৌগাছার বড়খানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত মাহতাব হক মহেশপুর আদমপুর গ্রামের আইনাল হকের ছেলে। আহত ইসরাফিল হোসেন একই উপজেলার মান্দার তলা গ্রামের ফুলজার হোসেনের ছেলে। বর্তমানে ইসরাফিল হোসেন যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

খোরশেদ আলম নামে মৃত ব্যক্তির এক আত্মীয় জানান, সকালে কেনাকাটা করতে পুড়াপাড়া বাজারে যাচ্ছিলেন মাহতাব হক ও ইসরাফিল হোসেন। বড়খানপুর এলাকায় পৌঁছালে কাঠবোঝাই আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খাদিজাতুল বুজরা জানান, সড়ক দুর্ঘটনায় আসা দুজনের একজন রাস্তায় মারা যান। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, ‘বিষয়টি চৌগাছা থানাকে জানানো হয়েছে। ওই থানা আমাকে অনুমতি দিলে মরদেহ দিয়ে দেব। অন্যথায় ময়নাতদন্তে পাঠানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত