Ajker Patrika

পাইকগাছায় পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

খুলনার পাইকগাছার সোলাদানায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মান্নান গাজী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এনামুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সোলাদানা বেদবুনিয়া মাদ্রাসা মোড়ে হওয়া এ ঘটনায় এনামুল হকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙ্‌চুর করা হয়েছে বাড়ি–ঘর ও মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আটক করা হয়েছে তিনজনকে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফিক আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এস এম এনামুল হকের কর্মীরা পোস্টার লাগাতে গেলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা বাধা দেন। তাঁরা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এনামুল জানতে পেরে কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে যান। নৌকা প্রতীকের প্রার্থীরা এ সময় ধাওয়া করলে তাঁরা সোলাদানার বেতবুনিয়া গ্রামের লাভলু গাজী ও তাঁর বোন মনিরার বাড়িতে আশ্রয় নেন। এ সময় মান্নান গাজীর পক্ষের কর্মীরা লাভলু ও মনিরার বাড়ি ভাংচুর করে চেয়ারম্যান এনামুল, কিশোর কুমার মণ্ডল ও মুজিবুর রহমানকে এলোপাতাড়ি জখম করে। এনামুলের দলের লোকেরা এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হাফিজুর রহমান, রফিক ও অহেদ আলী নামের তিনজনকে আটক করেছে।

এদিকে সংঘর্ষে আহত এনামুল হক, শামীম ও কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর নিজের কর্মীদের হামলার বিষয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মান্নান গাজী বলেন, ‘চেয়ারম্যান (এনামুল হক) মুখ খারাপ করায় স্থানীয় লোকেরা তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে মারপিট করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত