Ajker Patrika

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩২

প্রতিনিধি, খুলনা
খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩২

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৭ জনের।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোর ও মেহেরপুরে চারজন করে, নড়াইলে তিনজন, বাগেরহাটে ও ঝিনাইদহে দুজন এবং চুয়াডাঙ্গা একজন মারা গেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৮ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৩০ জনের। মারা গেছেন ৪৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৫৬ জন। 

এ ছাড়া বাগেরহাটে নতুন করে ৮৮ জন, সাতক্ষীরায় ৮৯ জন, যশোরে ২৩৪ জন, নড়াইলে ৪৩ জন, মাগুরায় ৯৬ জন, ঝিনাইদহে ২৩৬ জন, কুষ্টিয়ায় ২০৩ জন, চুয়াডাঙ্গায় ১১০ জন, মেহেরপুরে ৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। 

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৫৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৭১১ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত