ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ হওয়ায় তাকে স্কুলের প্রধান শিক্ষক ক্লাস থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মহেশপুরের ভারত সীমান্তবর্তী স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, তিন মাস আগে ওই ছাত্রীর বিয়ে দিয়েছেন তার মা। বিয়ের তিন মাস পর বাবার বাড়িতে এসে ২০ জুলাই মাকে সঙ্গে নিয়ে স্কুলে যায় ওই ছাত্রী। কিন্তু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান তাকে পরিষ্কার জানিয়ে দেন, বিবাহিত মেয়েদের কোনো ক্লাস করতে দেওয়া যাবে না। ছাত্রী ও তার মায়ের অনুরোধে কর্ণপাত করেননি তিনি। পরে ক্লাসরুমে সহপাঠীদের সঙ্গে বসলেও প্রধান শিক্ষক ক্লাসে গিয়ে নাম ধরে ডেকে বলেন, ‘বললাম চলে যেতে, এখনো বসে আছ কেন?’ এরপর ছাত্রী ও তার মাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
ওই ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিতভাবে বিষয়টি জানান।
ওই ছাত্রীর মা জানান, তিন বছর আগে মেয়ের বাবা অসুস্থ হয়ে মারা যান। এরপর দুই মেয়েকে নিয়ে সামান্য জমিজমা, গরু পালন আর আত্মীয়স্বজনের সহায়তায় কোনোভাবে সংসার চালাচ্ছেন তিনি। অভাব–অনটন আর সামাজিক নিরাপত্তার কথা ভেবে তিন মাস আগে বড় মেয়ে ওই ছাত্রীকে বিয়ে দিয়েছেন। কিন্তু মেয়ের পড়ালেখার আগ্রহ দেখে তাকে আবার স্কুলে পাঠিয়েছেন তিনি।
ছাত্রীর মা বলেন, ‘আমি বারবার প্রধান শিক্ষকের কাছে অনুনয়-বিনয় করেছি, স্যার আমার মেয়েটা লেখাপড়া করতে চায়। ওকে ক্লাস করতে দেন। কিন্তু স্যার শোনেননি আমার কথা। শিক্ষা অফিসে অভিযোগ দিলাম। সেখান থেকেও ফোন দিলে স্যার বলেন, “চাকরি চলে গেলেও আমি ক্লাস করতে দেব না।” একটা মেয়ের বিয়ে হয়েছে, এ জন্য কেন সে ক্লাস করতে পারবে না?’
ভুক্তভোগী স্কুলছাত্রী বলে, ‘স্কুলে গেলে স্যার বারবার বলে, তুমি বিবাহিত, তোমাকে ক্লাস করতে দেওয়া হবে না। সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসেছিলাম। সেখান থেকেও বের করে দেন। খুব খারাপ লাগছে। আমি কি আর ক্লাস করতে পারব না?’
অভিযোগের ব্যাপারে স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষক ও পরিচালনা কমিটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত যে বিবাহিত কোনো নারী শিক্ষার্থীকে ক্লাস করতে দেওয়া হবে না। যে কারণে মেয়েটিকে ক্লাস করতে দেওয়া হয়নি। এভাবে বিবাহিতদের ক্লাস করতে দিলে দিনে দিনে নারী শিক্ষার্থী কমতেই থাকবে। তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। বাল্যবিবাহ রোধেও এমন সিদ্ধান্ত কাজ করবে।’
বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সদ্য দায়িত্ব নেওয়া স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীনেশ চন্দ্র পাল বলেন, ‘বিষয়টি আমি অবগত। প্রধান শিক্ষককে বলে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যেন এমনটি না হয় এবং ওই ছাত্রীর বিষয়টি সমাধান করতে।’
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘বিয়ে হয়েছে আর এ কারণে কোনো নারী শিক্ষার্থীকে ক্লাস করতে দেওয়া যাবে না—এমন কোনো বিধান বা নিয়ম সরকারের নেই। বিষয়টি দ্রুতই সমাধান ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝিনাইদহের মহেশপুরে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ হওয়ায় তাকে স্কুলের প্রধান শিক্ষক ক্লাস থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মহেশপুরের ভারত সীমান্তবর্তী স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, তিন মাস আগে ওই ছাত্রীর বিয়ে দিয়েছেন তার মা। বিয়ের তিন মাস পর বাবার বাড়িতে এসে ২০ জুলাই মাকে সঙ্গে নিয়ে স্কুলে যায় ওই ছাত্রী। কিন্তু স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান তাকে পরিষ্কার জানিয়ে দেন, বিবাহিত মেয়েদের কোনো ক্লাস করতে দেওয়া যাবে না। ছাত্রী ও তার মায়ের অনুরোধে কর্ণপাত করেননি তিনি। পরে ক্লাসরুমে সহপাঠীদের সঙ্গে বসলেও প্রধান শিক্ষক ক্লাসে গিয়ে নাম ধরে ডেকে বলেন, ‘বললাম চলে যেতে, এখনো বসে আছ কেন?’ এরপর ছাত্রী ও তার মাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
ওই ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিতভাবে বিষয়টি জানান।
ওই ছাত্রীর মা জানান, তিন বছর আগে মেয়ের বাবা অসুস্থ হয়ে মারা যান। এরপর দুই মেয়েকে নিয়ে সামান্য জমিজমা, গরু পালন আর আত্মীয়স্বজনের সহায়তায় কোনোভাবে সংসার চালাচ্ছেন তিনি। অভাব–অনটন আর সামাজিক নিরাপত্তার কথা ভেবে তিন মাস আগে বড় মেয়ে ওই ছাত্রীকে বিয়ে দিয়েছেন। কিন্তু মেয়ের পড়ালেখার আগ্রহ দেখে তাকে আবার স্কুলে পাঠিয়েছেন তিনি।
ছাত্রীর মা বলেন, ‘আমি বারবার প্রধান শিক্ষকের কাছে অনুনয়-বিনয় করেছি, স্যার আমার মেয়েটা লেখাপড়া করতে চায়। ওকে ক্লাস করতে দেন। কিন্তু স্যার শোনেননি আমার কথা। শিক্ষা অফিসে অভিযোগ দিলাম। সেখান থেকেও ফোন দিলে স্যার বলেন, “চাকরি চলে গেলেও আমি ক্লাস করতে দেব না।” একটা মেয়ের বিয়ে হয়েছে, এ জন্য কেন সে ক্লাস করতে পারবে না?’
ভুক্তভোগী স্কুলছাত্রী বলে, ‘স্কুলে গেলে স্যার বারবার বলে, তুমি বিবাহিত, তোমাকে ক্লাস করতে দেওয়া হবে না। সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসেছিলাম। সেখান থেকেও বের করে দেন। খুব খারাপ লাগছে। আমি কি আর ক্লাস করতে পারব না?’
অভিযোগের ব্যাপারে স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষক ও পরিচালনা কমিটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত যে বিবাহিত কোনো নারী শিক্ষার্থীকে ক্লাস করতে দেওয়া হবে না। যে কারণে মেয়েটিকে ক্লাস করতে দেওয়া হয়নি। এভাবে বিবাহিতদের ক্লাস করতে দিলে দিনে দিনে নারী শিক্ষার্থী কমতেই থাকবে। তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। বাল্যবিবাহ রোধেও এমন সিদ্ধান্ত কাজ করবে।’
বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সদ্য দায়িত্ব নেওয়া স্বরুপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীনেশ চন্দ্র পাল বলেন, ‘বিষয়টি আমি অবগত। প্রধান শিক্ষককে বলে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যেন এমনটি না হয় এবং ওই ছাত্রীর বিষয়টি সমাধান করতে।’
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘বিয়ে হয়েছে আর এ কারণে কোনো নারী শিক্ষার্থীকে ক্লাস করতে দেওয়া যাবে না—এমন কোনো বিধান বা নিয়ম সরকারের নেই। বিষয়টি দ্রুতই সমাধান ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, ‘এসব নিয়ে নিউজ করা যাবে না। এতে দলের বদনাম হবে।’ ওই সময় তাঁদের সামনেই বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলতে থাকেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে ভাড়া দেওয়া হয়নি। ভাড়ার টাকা দিয়েই তিনি সংসার চালান। ভাড়া না পেয়ে বিপদে পড়েছেন।
৫ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে