ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম অপরিবর্তিত, অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নাম বাস্তবায়নের দাবিতে একই বিভাগের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষ পৃথক মানববন্ধন করে।
বর্তমানে বিভাগটির নাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই নাম রাখা পক্ষের শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম অপরিবর্তিত রাখতে হবে। গত ২৮ অক্টোবর বিভাগে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।
অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পক্ষের শিক্ষার্থীদের দাবি, ‘পাঁচ মাসের টালবাহানার পর যদি কোনোক্রমে একাডেমিক কাউন্সিল এবং পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তনের দাবির একটা অক্ষর নিয়েও টালবাহানা করা হয়, তাহলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ বিষয়ে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইসলাম বলেন, ‘আমাদের বিভাগের বর্তমান নামের সঙ্গে জিওগ্ৰাফি-সম্পর্কিত অনেক বিষয় পড়ানো হয়। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিভাগ নেই। সরকারি ও বেসরকারি চাকরি বাজারে জিওগ্ৰাফির সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি।’
অপরদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের বিভাগের ৭টি ব্যাচ রয়েছে। অনার্সে অধ্যয়নরত ৯২ শতাংশ শিক্ষার্থীরা চায়, নাম পরিবর্তন হোক। আমি ভর্তি হয়েছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্ৰাফি দেখে।’
শিক্ষার্থী আব্দুর রহমান আরও বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্তে উপনীত না হয়, তাহলে এই নামে বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালু হবে না এবং আমরা আমরণ অনশনে বসে পড়ব।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘সিন্ডিকেট সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত করা হয়েছে। সেখানে সবার আলোচনা ও মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম অপরিবর্তিত, অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নাম বাস্তবায়নের দাবিতে একই বিভাগের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষ পৃথক মানববন্ধন করে।
বর্তমানে বিভাগটির নাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই নাম রাখা পক্ষের শিক্ষার্থীদের দাবি, বিভাগের নাম অপরিবর্তিত রাখতে হবে। গত ২৮ অক্টোবর বিভাগে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।
অপরদিকে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পক্ষের শিক্ষার্থীদের দাবি, ‘পাঁচ মাসের টালবাহানার পর যদি কোনোক্রমে একাডেমিক কাউন্সিল এবং পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তনের দাবির একটা অক্ষর নিয়েও টালবাহানা করা হয়, তাহলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ বিষয়ে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া ইসলাম বলেন, ‘আমাদের বিভাগের বর্তমান নামের সঙ্গে জিওগ্ৰাফি-সম্পর্কিত অনেক বিষয় পড়ানো হয়। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিভাগ নেই। সরকারি ও বেসরকারি চাকরি বাজারে জিওগ্ৰাফির সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি।’
অপরদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের বিভাগের ৭টি ব্যাচ রয়েছে। অনার্সে অধ্যয়নরত ৯২ শতাংশ শিক্ষার্থীরা চায়, নাম পরিবর্তন হোক। আমি ভর্তি হয়েছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্ৰাফি দেখে।’
শিক্ষার্থী আব্দুর রহমান আরও বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো সিদ্ধান্তে উপনীত না হয়, তাহলে এই নামে বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালু হবে না এবং আমরা আমরণ অনশনে বসে পড়ব।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘সিন্ডিকেট সভায় বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি অ্যাজেন্ডাভুক্ত করা হয়েছে। সেখানে সবার আলোচনা ও মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে।’
কিশোরগঞ্জের (ভৈরব সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক ভুক্তভোগী নারী। ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি। এএসপি নাজমুস সাকিবকে গ্রেপ্তার না করায় ও তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না হওয়ার প্রতিবাদে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দু
৪ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২২ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ছয় বছরের শিশু তায়েবাকে তার আপন চাচি আয়শা বেগম হত্যা করে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন বলে জানিয়েছে পুলিশ।
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরহাওলা গ্রামের...
৩৫ মিনিট আগে