ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা আশরাফ প্রমি অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। আজ রোববার সকালে শহরের কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।
গতকাল শনিবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
অপহৃত প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে আগে থেকেই ওত পেতে ছিল আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন। প্রমি ওই স্থানে পৌঁছালে তারা জোর করে আমার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। আবুজার গিফারী গাফফার শৈলকূপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। সেই সময় প্রমি আর্তচিৎকারে করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’
সানজানা ইসলাম ওহি নামে প্রমির এক সহপাঠী বলেছে, ‘প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমাদের সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে, আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা দ্রুত তার উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি শেষ করে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা আশরাফ প্রমি অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। আজ রোববার সকালে শহরের কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।
গতকাল শনিবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
অপহৃত প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে আগে থেকেই ওত পেতে ছিল আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন। প্রমি ওই স্থানে পৌঁছালে তারা জোর করে আমার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। আবুজার গিফারী গাফফার শৈলকূপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। সেই সময় প্রমি আর্তচিৎকারে করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’
সানজানা ইসলাম ওহি নামে প্রমির এক সহপাঠী বলেছে, ‘প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমাদের সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে, আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা দ্রুত তার উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি শেষ করে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
৩ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৬ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
১৯ মিনিট আগে