Ajker Patrika

অপহৃত সহপাঠীকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫: ২৮
অপহৃত সহপাঠীকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনিকা আশরাফ প্রমি অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। আজ রোববার সকালে শহরের কেসি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। 

গতকাল শনিবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। 

অপহৃত প্রমির পিতা আশরাফুদ্দৌলা খোকন বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিল। শহরের নিউ একাডেমি স্কুলের সামনে আগে থেকেই ওত পেতে ছিল আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন। প্রমি ওই স্থানে পৌঁছালে তারা জোর করে আমার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। আবুজার গিফারী গাফফার শৈলকূপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। সেই সময় প্রমি আর্তচিৎকারে করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।’ 

সানজানা ইসলাম ওহি নামে প্রমির এক সহপাঠী বলেছে, ‘প্রমি খুবই মেধাবী ছাত্রী। তার চলাফেরা খুব ভালো। আমাদের সহপাঠীকে যে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে, আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা দ্রুত তার উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’ 

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি শেষ করে। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত