Ajker Patrika

দাকোপে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত এএসআইকে নেওয়া হলো ঢাকায়

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত এএসআই আজাহার উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে এবং রাতেই দুই পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়া বিলের ইজারা ডাকা হয়। এ নিয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় চালনা পৌর বিএনপির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন এবং খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তাঁরা সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে দাকোপ থানার এএসআই আজাহার উদ্দিনসহ পাঁচজন আহত হন। ইটের আঘাতে তাঁর মাথার হাড় ভেঙে যায়। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে মঙ্গলবার ভোরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বাকি আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সি) শফিকুর রহমান জানান, আহত এএসআই আজাহারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর চালনা পৌরসভার ডাকবাংলো মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান দাকোপ থানার ওসি সিরাজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত