ঝিনাইদহ প্রতিনিধি
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ৮টা থেকে প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। সেখানে তাঁরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
খবর পেয়ে দুপুরের আগে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীদের দাবি, জেলা প্রশাসক না এলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
এদিকে এ সময় বন্ধ ছিল ওই সড়কের সব যান চলাচল। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ সময় নিরুপায় যাত্রীদের পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা যায়। পরে বিকল্প পথে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
সকালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সজিবুল হাসান সজিব জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তাঁরা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণিসম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাঁদের দাবি মানা হয়নি। যে কারণে আবারও তাঁরা নতুন করে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
বিকেলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সজিব বলেন, ‘কয়েক দিন আগেও আমরা একই দাবিতে আন্দোলন করেছিলাম। সে সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম আমাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু কয়েক দিন অতিবাহিত হলেও আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা আবারও আন্দোলন করছি। এখন জেলা প্রশাসক এসে আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহিন হোসেন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ছাত্রদের দাবি ডিসি স্যার ঘটনাস্থলে এসে তাদের দাবি বাস্তবায়ন করলেই তারা আন্দোলন প্রত্যাহার করবে।’
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ৮টা থেকে প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। সেখানে তাঁরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
খবর পেয়ে দুপুরের আগে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীদের দাবি, জেলা প্রশাসক না এলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
এদিকে এ সময় বন্ধ ছিল ওই সড়কের সব যান চলাচল। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এ সময় নিরুপায় যাত্রীদের পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা যায়। পরে বিকল্প পথে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
সকালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সজিবুল হাসান সজিব জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তাঁরা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন। এর আগে মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণিসম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করার পরও তাঁদের দাবি মানা হয়নি। যে কারণে আবারও তাঁরা নতুন করে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
বিকেলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সজিব বলেন, ‘কয়েক দিন আগেও আমরা একই দাবিতে আন্দোলন করেছিলাম। সে সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম আমাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু কয়েক দিন অতিবাহিত হলেও আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা আবারও আন্দোলন করছি। এখন জেলা প্রশাসক এসে আমাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহিন হোসেন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ছাত্রদের দাবি ডিসি স্যার ঘটনাস্থলে এসে তাদের দাবি বাস্তবায়ন করলেই তারা আন্দোলন প্রত্যাহার করবে।’
মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ, ব্যক্তি আক্রোশ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধে খুলনা নগরীতে বাড়ছে বিভিন্ন অপরাধ। গত ১১ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানায় ৩০টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
৬ ঘণ্টা আগে‘বান হইলে যে ক্ষতি হয়, না হইলে আমগো এর চেয়ে বেশি ক্ষতি হয়। চরের জমিতে ধান, কলাই আর আগাম বাদাম ফলানো যায় না। এবার সময়মতো বান না হওয়ায় চরে এগুলা আবাদ করা যায় নাই। ধান না হইলে মাইনষের খাওনের কষ্ট হইব।’ বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বৃষ্টি আর বন্যার দেখা না মেলায় কৃষির ক্ষতি নিয়ে কথাগুলো...
৬ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমিতে স্থাপিত এই কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।
৬ ঘণ্টা আগেএত দিন কুড়িগ্রাম থেকে গাইবান্ধার পলাশবাড়ী পয়েন্ট দিয়ে ঢাকায় যাতায়াত করতে হতো। রংপুর হয়ে পলাশবাড়ী যেতে অতিক্রম করতে হতো প্রায় ১৩০ কিলোমিটার পথ। এখনো একই পথে যাতায়াত করতে হবে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রাম-পলাশবাড়ীর...
৭ ঘণ্টা আগে