Ajker Patrika

নড়াইলে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মাদ সাইফুল আলম এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের সাদ্দাম দালাল (৩৩) ও একই গ্রামের রানা হোসেন (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। 

দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আলমগীর সিদ্দিকী। 

মামলা থেকে জানা গেছে, ২০১২ সালের ৯ মে নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশির সময় সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে থাকা ব্যাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

মাদক উদ্ধারের ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত