Ajker Patrika

নোয়াখালীর রিকশা চালক হত্যার আসামি বেনাপোলে গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
নোয়াখালীর রিকশা চালক হত্যার আসামি বেনাপোলে গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিকশাচালক আবুল হোসেন হত্যা মামলার আসামি নুরুল আমিন মোর্শেদ কে বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে বেনাপোল বাজারের একটি স্কুল মার্কেটের সামনে থেকে বেনাপোল বন্দর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামি নুরুল আমিন মোর্শেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবারের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সাড়ে ১১টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিকশা ভাড়া নেন নুরুল আমিন মোর্শেদ। এ সময় ভাড়া নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রিকশা চালক আবুল হোসেন। এ নিয়ে বেগমগঞ্জ থানায় নুরুল আমিনকে আসামি করে হত্যা মামলা করা হয়। 

যশোরের বেনাপোল বন্দর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নুরুল আমিন মোর্শেদ নামের ব্যক্তি বেনাপোল এলাকায় অবস্থান করছেন। তিনি নোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিকশা চালক আবুল হোসেন হত্যার আসামি। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বেনাপোল হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি বেগমগঞ্জ থানাকে অবগত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত