খুলনা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দশজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ ছাড়া ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হলেন–১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহম্মেদ, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল কবির, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুর জামান, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, ২৫,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন।
কেসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।’
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দশজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ ছাড়া ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হলেন–১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকার দায়িত্বে খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহম্মেদ, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল কবির, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুর জামান, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, ২৫,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ২৮,২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন।
কেসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সাড়ে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকবেন।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে