Ajker Patrika

হত্যাচেষ্টার মামলায় আসামির জামিন, আদালত চত্বরে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আদালত চত্বরে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
কুষ্টিয়ায় আদালত চত্বরে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আব্দুল মান্নান (৪৫) নামের এক আসামিকে জামিনের প্রতিবাদে কুষ্টিয়ার আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধরা। সুশীল সমাজ ও ছাত্র-জনতার ব্যানারে আজ রোববার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আসামির জামিন আদেশ বাতিলের দাবি জানান তাঁরা।

এর আগে গত শুক্রবার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আব্দুল মান্নান ওই এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে এবং কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার পদে কর্মরত।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ইয়ামিন আলী নামের এক যুবকের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মান্নান।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিলেন মান্নান। গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন পলাতক থাকার পর আবার পৌরসভার চাকরিতে যোগ দেন।

সম্প্রতি আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মান্নানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে মান্নান ১৬ এপ্রিল পৌরসভা থেকে বের হয়ে আর অফিসে যাননি। এর পর থেকেই তাঁকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়।

পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মান্নানকে তাঁর বাড়ির আঙিনা থেকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার পর তাঁকে আদালতে তোলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) অনুপ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার এজাহারে আব্দুল মান্নানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো এলিগেন্স ছিল না। তারপরও তাঁকে আদালতে নেওয়ার সময় জামিন না দিতে আবেদন করে ফরোয়ার্ডিং দেওয়া হয়। জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। এ ব্যাপারে আমরা কিছু জানি না, বলার নাই।’

আদালতের সদর জিআরও শাখা সূত্র জানায়, শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে আব্দুল মান্নানকে সদর জিআরও শাখাতে নেওয়া হয়। এরপর মান্নানকে আদালতের হাজতখানায় রাখা হয়। এদিন ছুটি থাকায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত দায়িত্বে ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকার।

আব্দুল মান্নানের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত তাঁকে জামিন দেন এবং বিকেল সাড়ে ৫টার দিকেই মান্নান আদালতের হাজতখানা থেকে বের হয়ে যান।

এ বিষয়ে জানতে সদর জিআরও শাখায় যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী পুলিশ সদস্য বলেন, ‘রোববার সকাল ৯টার কিছু সময় পর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম আব্দুল মান্নানের মামলার পুরো ফাইল নিয়ে গেছেন।’

বিএনপির নেতা আল আমিন রানা কানাইয়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুল মুঈদ বাবুল, আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহসাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমতিয়াজ দিবস, সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের দোসরেরা এখনো থানা ও আদালত বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে আদালত থেকে ছাত্র-জনতার ওপর হামলাকারীরা দাঁড়ানো মাত্রই জামিন হয়ে যাচ্ছে।’ শনিবার সরকারি ছুটির দিন বদলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের আদালত আওয়ামী দোসর আব্দুল মান্নানকে জামিন দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত