Ajker Patrika

মাঘের শেষে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামল ১০ ডিগ্রিতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ছবি: আজকের পত্রিকা
কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ছবি: আজকের পত্রিকা

টানা কয়েক দিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষের দিকে চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এক দিনের ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ৩ ফেব্রুয়ারি ১৭ দশমিক ৬ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৫ ফেব্রুয়ারি ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা শহরের চা-দোকানি রহমত আলী বলেন, ‘কদিন একটু স্বস্তি ছিল। হালকা শীত শীত লাগছিল, ভালোই ছিল। আজকে আবার বেশি শীত লাগছে।’

ভ্যানচালক লিমন হোসেন বলেন, ‘সকালে ভ্যান চালাতে পারি না। তবে দিনের বেলায় সব ঠিক হয়ে যাচ্ছে।’

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ আলী মানিক বলেন, ‘এবার শীত কমলে কেটে যাবে। মাঘ মাসের সর্বশেষ কাঁপুনি দিয়ে গেল।’

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ১১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...