চুয়াডাঙ্গা প্রতিনিধি
টানা কয়েক দিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষের দিকে চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এক দিনের ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ৩ ফেব্রুয়ারি ১৭ দশমিক ৬ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৫ ফেব্রুয়ারি ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা শহরের চা-দোকানি রহমত আলী বলেন, ‘কদিন একটু স্বস্তি ছিল। হালকা শীত শীত লাগছিল, ভালোই ছিল। আজকে আবার বেশি শীত লাগছে।’
ভ্যানচালক লিমন হোসেন বলেন, ‘সকালে ভ্যান চালাতে পারি না। তবে দিনের বেলায় সব ঠিক হয়ে যাচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ আলী মানিক বলেন, ‘এবার শীত কমলে কেটে যাবে। মাঘ মাসের সর্বশেষ কাঁপুনি দিয়ে গেল।’
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ১১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।
টানা কয়েক দিন শীতের তীব্রতা কমলেও মাঘের শেষের দিকে চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। এক দিনের ব্যবধানে সীমান্তবর্তী এ জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ৩ ফেব্রুয়ারি ১৭ দশমিক ৬ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৫ ফেব্রুয়ারি ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশা না থাকলেও মধ্যরাত থেকে উত্তরের হিম বাতাসের শীত বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা শহরের চা-দোকানি রহমত আলী বলেন, ‘কদিন একটু স্বস্তি ছিল। হালকা শীত শীত লাগছিল, ভালোই ছিল। আজকে আবার বেশি শীত লাগছে।’
ভ্যানচালক লিমন হোসেন বলেন, ‘সকালে ভ্যান চালাতে পারি না। তবে দিনের বেলায় সব ঠিক হয়ে যাচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ আলী মানিক বলেন, ‘এবার শীত কমলে কেটে যাবে। মাঘ মাসের সর্বশেষ কাঁপুনি দিয়ে গেল।’
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ১১ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে