Ajker Patrika

চৌগাছায় বটগাছ কাটলেন বিএনপি নেতা

চৌগাছা (যশোর) প্রতিনিধি 
কাটা গাছ। ছবি: সংগৃহীত
কাটা গাছ। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় একটি বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে এমনটা দেখা গেছে। সেখানে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুঁড়ি এখনো মাঠে পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীঘলসিংহা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নিজের জমিতে গাছের ডাল পড়ার অজুহাতে গাছটি কেটে ফেলেন। এর ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গ্রামের বাসিন্দা রাজু হোসেন, আবু বকর, মুনতাজ আলী ও মালেক হোসেন জানান, ১০-১২ দিন আগে নূর হোসেন নিজের জমিতে গাছের ছায়া পড়ার অজুহাতে শ্রমিক এনে গাছের বড় অংশ কেটে ফেলেন। পরে কাটা ডাল ও গাছের গুঁড়ি গাড়িযোগে বাড়িতে নেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়ে সেগুলো মাঠেই ফেলে রেখে চলে যান।

স্থানীয়রা বলেন, ‘এই গাছ আমাদের গ্রামের ঐতিহ্য। প্রভাব খাটিয়ে কেউ এমন কাজ করতে পারে না। আমরা এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত