Ajker Patrika

মোংলায় ২ নাবিকের মরদেহ উদ্ধার

মোংলা ও বাগেরহাট প্রতিনিধি
মোংলায় ২ নাবিকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলা বন্দর চ্যানেলে নিখোঁজের ২০ ঘণ্টা পরে নিখোঁজ দুই নাবিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোস্টগার্ডের উদ্ধারকারী দল। এ ঘটনায় এখনো একজন নাবিক নিখোঁজ রয়েছে বলে বলগেট মালিক কর্তৃক নিয়োজিত স্যালভেজ (ডুবুরি) প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া দুই নাবিক হলেন, সুকানী মহিউদ্দিন ও গ্রীজার নুর ইসলাম। নিহতের মোংলা থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। 

বলগেটটির মালিক মো. মানিক জানান, এ ঘটনায় সুকানী মহিউদ্দিনের ছেলে বাল্কহেড কর্মচারী রবিউল এখনো নিখোঁজ রয়েছে। 

এর আগে গতকাল সোমবার বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশি জাহাজ এমভি এলিনা বি-১ থেকে কয়লা বোঝাই করে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফারদিন-১ নামক বলগেটটি। বন্দর ত্যাগ করার পর বিপরীত দিক থেকে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কের সঙ্গে ধাক্কা লেগে ফারদিন বলগেটটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ কর্মচারী ছিটকে নদীতে পড়ে যায়। এ সময় সাঁতরে কূলে উঠতে সক্ষম হয় বাল্কহেড কর্মচারী রিয়াজ ও রায়হান। নিখোঁজ থাকেন তিন কর্মচারী। 

তবে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, ‘রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকায় পানামা পতাকাবাহী জাহাজ হ্যান্ডিপার্কের ধাক্কায় ডুবে যায় কয়লা বোঝাই কার্গো এম ভি ফারদিন-১। এতে ওই জাহাজে থাকা সাত নাবিকের মধ্যে পাঁচ নাবিক নিখোঁজ হয়। খবর পেয়ে রাতেই কোস্টগার্ডের সদস্যরা ওই এলাকায় পৌঁছেছে। নিখোঁজ পাঁচ নাবিকের মধ্যে আমরা দুই নাবিকের মরদেহ উদ্ধার করেছি। এখনো তিন নাবিক নিখোঁজ রয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত