Ajker Patrika

বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা, আহত ৭

প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৬: ৫৩
বাগেরহাটে পুলিশের ওপর হেফাজতের হামলা, আহত ৭

বাগেরহাট: বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার বেলা পৌনে ১১টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অন্য আহতরা হলেন–মোল্লাহাট থানার এসআই ঠাকুর দাস মন্ডল, এএসআই মো. লিয়াকত, মো. বাহারুল, পুলিশ সদস্য নাজমুল ফকির, সোহাগ মিয়া, মো. শহিদুল ইসলাম।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, হামলার ঘটনায় আহত সাত পুলিশ সদস্য আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সব থেকে বেশি আহত হয়েছেন। তার ডান পায়ে সেলাই দেওয়া হয়েছে। এছাড়া অন্য কারও সেলাই লাগেনি। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের নানা বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। উদয়পুর জামেয়া হালিমিয়া মাদরাসার শিক্ষকদের নেতৃত্বে একটি মিছিল বের করে হেফাজত কর্মীরা। ওই মিছিল থেকেই পুলিশের উপর হামলার
ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার জন্য বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতাল মোড়ে জড় হচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড় হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের উপর হামলা করে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

হাসপাতাল মোড়সহ মোল্লাহাটের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত