কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ছুমিয়া খানমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর আদালত চত্বরেই আসামিরা উপস্থিত বাদীপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাদীপক্ষের লোকেরা।
জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতারপাড়া গ্রামের বাজারে পূর্বশত্রুতা ও সামাজিক দ্বন্দ্বের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে দুজন এখনো গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতারপাড়া গ্রামের রমজান মণ্ডলের ছেলে হামিদ (৫০) ও নজরুল ইসলাম মণ্ডল (৪৫)। নজরুল ব্যবসা করতেন এবং হামিদ কৃষক ছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২ নভেম্বর ৪৭ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করা হয়। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এখনো মামলার সাত আসামি কারাগারে রয়েছেন।
এ বিষয়ে মামলার বাদী নিহত নজরুল ইসলামের ছেলে সুরুজ আলী বলেন, ‘বাজারে শত শত মানুষের চোখের সামনে আসামিরা আমার বাবা ও চাচাকে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছিল চারজন। তাদের মধ্যে দুজন এখনো গুরুতর অসুস্থ রয়েছে। এমন মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়ার পর আদালতেই বাদীপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছে আসামিরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ, আসামিরা যেকোনো মুহূর্তে আমাদের ওপর হামলা করতে পারে।’
হত্যাকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছিলের নিহত ব্যক্তিদের ভাতিজা আকবর ও আসমত আলী। তাঁরা এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আকবর ও আসমত আলী বলেন, ‘বিকেলে আমরা সাতারপাড়া বাজারে চা খাচ্ছিলাম। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আমাদের ওপর হামলা করে। নৃশংসভাবে কুপিয়ে আমাদের দুই চাচাকে হত্যা করে। আমরাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হই। এখন পর্যন্ত আমরা দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। সেই আসামিরা জামিন নিয়ে আদালতেই আমাদের হত্যার হুমকি দিয়েছে। আমরা কার কাছে যাব।’
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী বলেন, ‘ডাবল মার্ডার মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়েছিল।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ছুমিয়া খানমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর আদালত চত্বরেই আসামিরা উপস্থিত বাদীপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাদীপক্ষের লোকেরা।
জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতারপাড়া গ্রামের বাজারে পূর্বশত্রুতা ও সামাজিক দ্বন্দ্বের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে দুজন এখনো গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতারপাড়া গ্রামের রমজান মণ্ডলের ছেলে হামিদ (৫০) ও নজরুল ইসলাম মণ্ডল (৪৫)। নজরুল ব্যবসা করতেন এবং হামিদ কৃষক ছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২ নভেম্বর ৪৭ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করা হয়। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এখনো মামলার সাত আসামি কারাগারে রয়েছেন।
এ বিষয়ে মামলার বাদী নিহত নজরুল ইসলামের ছেলে সুরুজ আলী বলেন, ‘বাজারে শত শত মানুষের চোখের সামনে আসামিরা আমার বাবা ও চাচাকে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছিল চারজন। তাদের মধ্যে দুজন এখনো গুরুতর অসুস্থ রয়েছে। এমন মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। জামিন পাওয়ার পর আদালতেই বাদীপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছে আসামিরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ, আসামিরা যেকোনো মুহূর্তে আমাদের ওপর হামলা করতে পারে।’
হত্যাকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হয়েছিলের নিহত ব্যক্তিদের ভাতিজা আকবর ও আসমত আলী। তাঁরা এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আকবর ও আসমত আলী বলেন, ‘বিকেলে আমরা সাতারপাড়া বাজারে চা খাচ্ছিলাম। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আমাদের ওপর হামলা করে। নৃশংসভাবে কুপিয়ে আমাদের দুই চাচাকে হত্যা করে। আমরাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হই। এখন পর্যন্ত আমরা দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। সেই আসামিরা জামিন নিয়ে আদালতেই আমাদের হত্যার হুমকি দিয়েছে। আমরা কার কাছে যাব।’
এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী বলেন, ‘ডাবল মার্ডার মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়েছিল।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক কলিম উদ্দীন। চলতি বছর তিনি কৃষি বিভাগ থেকে পাওয়া বারি-৩০ জাতের গম লাগিয়েছেন এক বিঘা জমিতে। কিন্তু যবের দুটিসহ পাঁচ প্রকারের জাতে ছেয়ে গেছে তাঁর পুরো খেত। এখন উৎপাদিত এ গম থেকে কীভাবে বীজ উৎপাদন করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি কলিম উদ্দীন।
১ ঘণ্টা আগেবাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, তাঁর ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা হয়েছে। স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার সোমবার (৫ মে) বাগেরহাট মডেল থানায়...
২ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারসহ স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে হট্টগোল শুরু করেন।
২ ঘণ্টা আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে সোমবার (৫ মে) দিবাগত রাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকেলে তাঁদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ।
২ ঘণ্টা আগে