Ajker Patrika

ট্রাংকের ভেতর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪: ৩৩
ট্রাংকের ভেতর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের রামপালে লেপ-তোশক রাখার ট্রাংক থেকে নিহারিকা হালদার (৭৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার বেতকাঠা গ্রামে ওই বৃদ্ধার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত নিহারিকা হালদার ওই গ্রামের মৃত ক্ষিতিশ হালদারের স্ত্রী। তাঁর এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন। ছেলে চাকরির সুবাদে অন্য জায়গায় থাকেন। আর তিন মেয়ে বিবাহিত হওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে থাকেন। তাই তিনি ওই ঘরে একাই বসবাস করতেন। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গত দুই-তিন দিন ধরে ওই বৃদ্ধার ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এ জন্য গতকাল বিকেলে প্রতিবেশীরা তাঁর মেজ মেয়ে রাধিকা শিকদারকে খবর দেয়। রাধিকা বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের মধ্যে থাকা লেপ-তোশকের ট্রাংক থেকে দুর্গন্ধ বের হলে থানার পুলিশে খবর দেন তিনি। পরে রামপাল থানার পুলিশ ট্রাংকের তালা ভেঙে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। 

পুলিশ পরিদর্শক আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত