Ajker Patrika

আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের আশংকায় পুলিশ পাহারায় জুম্মা

মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের আশংকায় পুলিশ পাহারায় জুম্মা

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের আশংকায় পুলিশ পাহারায় জুম্মার নামাজ আদায় করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাপদুর বড় জামে মসজিদে এ ঘটনা ঘটেছে। 

শুক্রবার দুপুর দেড়টায় সরেজমিনে মুসল্লিদের নামাজ আদায়ের সময় মসজিদের বাইরে পুলিশের বেশ কিছু সদস্য, অফিসার এবং মসজিদের ভেতরে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর), পুলিশের একজন উপপরিদর্শক ও কয়েকজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর চাদপুর বড় জামে মসজিদের কমিটি এবং ইমাম আবুল কালাম আজাদকে নিয়ে এই মসজিদে দুপক্ষের বিরোধ চলে আসছিল। এই দুই গ্রুপের একটির নেতৃত্বে যদুবয়রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকাশ রেজা ও স্থানীয় মেম্বর সাইদুল ইসলাম। অন্য গ্রুপের নেতৃত্বে যদুবয়রা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী মাস্টার। বিরোধের জেরে আজ শুক্রবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। পরে থানায় দুপক্ষ মিটমাট করলেও সংঘর্ষের সম্ভাবনা থাকায় জুম্মার নামাজের সময় ১২ জন পুলিশ মোতায়েন করা হয়। 

এই প্রসঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার বলেন, মসজিদের ইমাম আবুল কালাম আজাদ দীর্ঘদিন এখানে দায়িত্বরত। সম্প্রতি তিনি নানান অপকর্মে জড়িয়ে পড়ায় কিছুদিন আগে উভয়ের সম্মতিতে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিপক্ষরা ব্যক্তিগত স্বার্থে আজাদকে বহাল রেখে ঝামেলা সৃষ্টি করছে। 

অন্যদিকে যদুবয়রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ আলী বলেন, দীর্ঘদিন মসজিদে কোন কমিটি নেই। প্রতিপক্ষরা জমিদাতা দাবি করে মসজিদ পরিচালনা করে আসছে। মসজিদের আয়-ব্যয়ের কোন হিসাব না থাকায় গত শুক্রবার নতুন কমিটি গঠন করা হয়। নতুন সভাপতি আমাদের পক্ষের হওয়ায় ইমাম নিয়ে ঝামেলা করছে। 

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের উত্তেজনা চলছিল। তাই সংঘর্ষ রুখে দিতে জুম'আর নামাজে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত