Ajker Patrika

কুষ্টিয়ায় গণটিকায় অব্যবস্থাপনা

প্রতিনিধি, কুষ্টিয়া
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৪: ৫১
কুষ্টিয়ায় গণটিকায় অব্যবস্থাপনা

কুষ্টিয়ায় গণটিকা কার্যক্রমে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। করোনা ভয়াবহ রূপ নেওয়ায় কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। জেলায় ৬টি টিকাদান কেন্দ্রে আজও ছিল উপচে পড়া ভিড়। পুলিশ ও স্বেচ্ছাসেবী থাকলেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই টিকা নিতে লাইনে দাঁড়াতে দেখা যায় মানুষকে। তিন দিন ধরে দাঁড়িয়ে থেকেও অনেকে টিকা নিতে পারেননি। তাঁরা বলছেন, সুরক্ষার জন্য টিকা নিতে আসা, কিন্তু যে ভিড়, এখান থেকেই করোনা হয়ে যেতে পারে।

টিকা নিতে আসা লিপি আক্তার বলেন, 'তিন দিন ধরে টিকা নেওয়ার জন্য ভোরে এসে লাইন ধরছি। কিন্তু এখনো টিকা পাইনি। অনেকেই মেসেজ না পেলেও আগে টিকা নিয়ে যাচ্ছেন। আমরা দাঁড়িয়েই থাকছি।’

কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, সবগুলো উপজেলায় ৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মানাতে পর্যায়ক্রমে তালিকা ধরে টিকা দেওয়া হচ্ছে। এ জন্য আগ্রহীদের মোবাইলের বার্তা দিয়ে নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ তা মানছে না। মেসেজ না পেলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ লাইনে এসে দাঁড়াচ্ছে। রেজিস্ট্রেশন করেই মোবাইলে বার্তা পাওয়ার আগেই টিকা নিতে চলে আসছে। এ কারণে বাড়ছে ভিড়।
 
এ পর্যন্ত ৬ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৪০ হাজার টিকা মজুত আছে। দ্বিতীয় ডোজ মজুত রেখেই এবার প্রথম ডোজ দেওয়া হবে। সেই হিসাবে এই টিকা ২০ হাজার জনকে দেওয়া যাবে। আরও টিকা আসবে বলেও জানান এই সিভিল সার্জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত