Ajker Patrika

ইবিতে র‍্যাগিংয়ের তথ্য চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ইবি প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৩
ইবিতে র‍্যাগিংয়ের তথ্য চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তের স্বার্থে তথ্য চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থী তাহমিন ওসমানের কাছ থেকে র‍্যাগিংয়ের অভিযোগ পেয়ে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা লিখিত আকারে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আহ্বায়কের অফিসে জমা দেওয়ার অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এ ছাড়া পৃথক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর রহমান ইমন, হিশাম নাজির শুভ, শাহরিয়ার হাসান পুলক, সালাউদ্দিন সাকিব এবং ভুক্তভোগী তাহমিন ওসমানের অভিযোগের ভিত্তিতে আগামী শনিবার বক্তব্য দিতে ব্যবসায় প্রশাসনের অনুষদ কক্ষে ডেকেছে তদন্ত কমিটি।

এর আগে গত শনিবার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী তাহমিন ওসমানকে র‍্যাগিং ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগে ভুক্তভোগী প্রক্টর বরাবর অভিযোগ দেন। লিখিত অভিযোগে বলা হয়, পরিচয় পর্ব শেখানোর নামে কয়েক দফায় তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত