কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার হড়াই নদের বালুঘাট থেকে আকাশ আলী (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ আলী কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার ফারুক আলীর ছেলে এবং স্থানীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খবর পায় জুগিয়া ভাটাপাড়া এলাকায় গড়াই নদের বালুঘাটে একটি মরদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বালুবোঝাই ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা যায়।
আকাশের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা কুষ্টিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সেলিম জানান, নিহত আকাশের শরীরের ডান হাতের ওপর, বুক ও পিঠে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনই জোর দিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। রাতেই ময়নাতদন্তের জন্য আকাশের মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকালে মর্গের সামনে আকাশের পরিবারের লোকজন অপেক্ষা করছিল। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকাশের বাবা ফারুক আলী স্থানীয় পৌর কাউন্সিলর মহিদুলের সঙ্গে পার্টনারশিপে ইটভাটার ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি নম্বর থেকে আকাশের কাছে ফোন আসে, তারপরই সে বাসা থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বালুঘাট এলাকায় ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা গেছে।
নিহত আকাশের ভাই শান্ত বলে, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ভাইয়ের মরদেহ বালুর ওপর পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক বলেন আকাশ আগেই মারা গেছে। মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে কি না—এ বিষয়ে জানতে চাইলে শান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে কী ঘটেছিল। এ ছাড়া ঘটনা তদন্ত করছে পুলিশ। পরিবার থেকে মামলা দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার হড়াই নদের বালুঘাট থেকে আকাশ আলী (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ আলী কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার ফারুক আলীর ছেলে এবং স্থানীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খবর পায় জুগিয়া ভাটাপাড়া এলাকায় গড়াই নদের বালুঘাটে একটি মরদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও বালুশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বালুবোঝাই ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা যায়।
আকাশের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা কুষ্টিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সেলিম জানান, নিহত আকাশের শরীরের ডান হাতের ওপর, বুক ও পিঠে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনই জোর দিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। রাতেই ময়নাতদন্তের জন্য আকাশের মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকালে মর্গের সামনে আকাশের পরিবারের লোকজন অপেক্ষা করছিল। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকাশের বাবা ফারুক আলী স্থানীয় পৌর কাউন্সিলর মহিদুলের সঙ্গে পার্টনারশিপে ইটভাটার ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি নম্বর থেকে আকাশের কাছে ফোন আসে, তারপরই সে বাসা থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বালুঘাট এলাকায় ড্রামট্রাকের ধাক্কা লেগে আকাশ মারা গেছে।
নিহত আকাশের ভাই শান্ত বলে, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ভাইয়ের মরদেহ বালুর ওপর পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক বলেন আকাশ আগেই মারা গেছে। মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে কি না—এ বিষয়ে জানতে চাইলে শান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে কী ঘটেছিল। এ ছাড়া ঘটনা তদন্ত করছে পুলিশ। পরিবার থেকে মামলা দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা
৪ মিনিট আগেঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৯ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
১২ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১৫ মিনিট আগে