কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের নবাগত অধ্যক্ষ মোসলেম উদ্দিন কলেজে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ভারপ্রাপ্ত) জানিয়েছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মোসলেম উদ্দিন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষকেরা।
তাঁরা জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি যোগদান করতে পারেননি। শিক্ষার্থীদের অভিযোগ আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের কাছ থেকে সুবিধা নেওয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন তিনি।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ সেপ্টেম্বর কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আজমল গণি অবসরে গেলে অধ্যক্ষের দায়িত্ব পান প্রফেসর ড. খায়রুল ইসলাম।
২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোসলেম উদ্দিনকে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নতুন অধ্যক্ষ যোগদানের জন্য কলেজে আসেন। এর আগে থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে বন্ধ করে রাখে। কলেজে আসার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে পরিচয় হওয়ার জন্য ডাক দিলে শিক্ষার্থীরা নবাগত অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এ সময় অধ্যক্ষ তাঁর কক্ষের তালা ভেঙে ফেলার নির্দেশ দিলে শতাধিক শিক্ষার্থী আন্দোলন শুরু করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক টেনে কলেজের বাইরে নিয়ে রিকশায় তুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলে, ‘আমরা জানতে পেরেছি নতুন অধ্যক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। এ ছাড়া তিনি নন–বিসিএস। কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের রাজনৈতিক প্রটোকলের মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন। আরও খারাপ যেটা করেছেন, তিনি কলেজ ক্যাম্পাসে এসে পরিচয় না দিয়ে তালা ভাঙার চেষ্টা করেছেন। তাই স্বৈরাচারী সরকারের কোনো দোসরকে আমরা আমাদের ক্যাম্পাসে চাই না। আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই।’
এ ঘটনায় নতুন অধ্যক্ষ অধ্যাপক মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজে আজ যোগদান করতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলামের ইন্ধনে তার দোসর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হক, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রওশন আলী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজ উদ্দিন ও রসায়ন বিবাগের সহযোগী অধ্যাপক রবিউল হোসেনের প্ররোচনায় আমাকে লাঞ্ছিত করা হয়েছে।’
তাঁরা সরকারি দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন কলেজে যাই তখন শিক্ষার্থীরা আমাকে সম্মান জানিয়েছে। শিক্ষার্থীরা কক্ষের তালা খুলতে গেলে আশরাফুল হকের ইশারায় অন্যরা এসে বাধা দেয়।’
তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে অধ্যক্ষ বলেন, ‘আমি এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।’
এ ঘটনায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আমরা নতুন অধ্যক্ষ স্যারের আসার অপেক্ষায় ছিলাম। এ সময় বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু তাঁকে লাঞ্ছিত করা হয়েছে, এই বিষয়টা আমার জানা নেই। সরকার যেটা আদেশ দেবে, আমরা তা মানতে বাধ্য—এর বাইরে কিছু বলার নেই।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকায় শিক্ষার্থীরা তাঁকে যোগদান করতে দেয়নি। সে সময় তিনি রুমের তালা ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাঁকে কলেজ থেকে বের করে দিয়েছে। অধ্যক্ষের করা অভিযোগ সঠিক নয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছা. শারমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সহযোগিতা চেয়ে মৌখিকভাবে বিষয়টি অধ্যক্ষ জানিয়েছেন। যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেহেতু তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ভিন্ন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি দেখভাল করতে পারি। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করতে হবে।’
কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের নবাগত অধ্যক্ষ মোসলেম উদ্দিন কলেজে যোগ দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ভারপ্রাপ্ত) জানিয়েছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মোসলেম উদ্দিন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষকেরা।
তাঁরা জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি যোগদান করতে পারেননি। শিক্ষার্থীদের অভিযোগ আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের কাছ থেকে সুবিধা নেওয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছেন তিনি।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ সেপ্টেম্বর কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আজমল গণি অবসরে গেলে অধ্যক্ষের দায়িত্ব পান প্রফেসর ড. খায়রুল ইসলাম।
২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোসলেম উদ্দিনকে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নতুন অধ্যক্ষ যোগদানের জন্য কলেজে আসেন। এর আগে থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে বন্ধ করে রাখে। কলেজে আসার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে পরিচয় হওয়ার জন্য ডাক দিলে শিক্ষার্থীরা নবাগত অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এ সময় অধ্যক্ষ তাঁর কক্ষের তালা ভেঙে ফেলার নির্দেশ দিলে শতাধিক শিক্ষার্থী আন্দোলন শুরু করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক টেনে কলেজের বাইরে নিয়ে রিকশায় তুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলে, ‘আমরা জানতে পেরেছি নতুন অধ্যক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। এ ছাড়া তিনি নন–বিসিএস। কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের রাজনৈতিক প্রটোকলের মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন। আরও খারাপ যেটা করেছেন, তিনি কলেজ ক্যাম্পাসে এসে পরিচয় না দিয়ে তালা ভাঙার চেষ্টা করেছেন। তাই স্বৈরাচারী সরকারের কোনো দোসরকে আমরা আমাদের ক্যাম্পাসে চাই না। আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই।’
এ ঘটনায় নতুন অধ্যক্ষ অধ্যাপক মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজে আজ যোগদান করতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলামের ইন্ধনে তার দোসর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হক, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রওশন আলী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজ উদ্দিন ও রসায়ন বিবাগের সহযোগী অধ্যাপক রবিউল হোসেনের প্ররোচনায় আমাকে লাঞ্ছিত করা হয়েছে।’
তাঁরা সরকারি দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন কলেজে যাই তখন শিক্ষার্থীরা আমাকে সম্মান জানিয়েছে। শিক্ষার্থীরা কক্ষের তালা খুলতে গেলে আশরাফুল হকের ইশারায় অন্যরা এসে বাধা দেয়।’
তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে অধ্যক্ষ বলেন, ‘আমি এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।’
এ ঘটনায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আমরা নতুন অধ্যক্ষ স্যারের আসার অপেক্ষায় ছিলাম। এ সময় বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিন্তু তাঁকে লাঞ্ছিত করা হয়েছে, এই বিষয়টা আমার জানা নেই। সরকার যেটা আদেশ দেবে, আমরা তা মানতে বাধ্য—এর বাইরে কিছু বলার নেই।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকায় শিক্ষার্থীরা তাঁকে যোগদান করতে দেয়নি। সে সময় তিনি রুমের তালা ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাঁকে কলেজ থেকে বের করে দিয়েছে। অধ্যক্ষের করা অভিযোগ সঠিক নয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছা. শারমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সহযোগিতা চেয়ে মৌখিকভাবে বিষয়টি অধ্যক্ষ জানিয়েছেন। যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেহেতু তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ভিন্ন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি দেখভাল করতে পারি। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করতে হবে।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর লাশ খালে ফেলে গেছে।
৩১ মিনিট আগেখুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে খুলনার জীবনবিমা ১০ তলা ভবনের পেছনে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে সড়কের পাশে থাকা ডাম্পট্রাককে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা চারজন আহত হন। হতাহত ব্যক্তিরা তাঁদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে গাংনী থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগেচলতি মাসের ১ তারিখে ওই বাসায় ভাড়া উঠেছিলেন ফাতেমা। গতকাল রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে এনেছিলেন। রাতে যখন তাঁরা সবাই ঘুমিয়েছিলেন, সে সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয় এবং এতে তিনজনের শরীরে আগুন ধরে যায়।
১ ঘণ্টা আগে