Ajker Patrika

সাতক্ষীরায় খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে হামলা, ১২ নেতা-কর্মী আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২৩: ১৭
সাতক্ষীরায় খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে হামলা, ১২ নেতা-কর্মী আহত

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। 

আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশেক-ই-এলাহী মুন্না ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহির হোসেনকে সাতক্ষীরা সিবি হসপিটালে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, ভুরুলিয়া বিএনপি সভাপতি মতিউর রহমানসহ অন্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মাসুদুল আলম জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় একটি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরদার হাফিজ ও উপজেলা রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর নেতৃত্বে ৬০-৭০ জন যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মী সেখানে হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে উপজেলা বিএনপি সভাপতিসহ অন্তত ২০-২২ জন আহত হন। 

তিনি আরও জানান, আহতদের মধ্যে ১২ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন দুজনের মধ্যে আশেক-ই-এলাহী মুন্নাকে রাত ৯টার দিকে সিবি হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। 

হামলার অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরদার হাফিজ ফোন রিসিভ করেননি। রাসেল স্মৃতি সংসদের সভাপতি রহমত আলীর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। 

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউই এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত