সাতক্ষীরা প্রতিনিধি
সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে অধিনায়ক সাবিনা খাতুন ও তাঁর মা মমতাজ বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ও দুপুর ২টায় সাতক্ষীরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সংবর্ধনা দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, আন্তর্জাতিক রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবু নাসের, সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, সাবিনা ও মাছুরার কোচ প্রয়াত আকবর হোসেন স্ত্রী রেহেনা আক্তারসহ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনা ও তাঁর মাকে ফুলের তোড়া দিয়ে বরণ করার পর বিশেষ উপহার দেওয়া হয়। ক্রেস্ট তুলে দেওয়া হয় সাবিনার হাতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা ও সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষ থেকে আরও এক লাখ টাকা দেওয়া হয় সাবিনার হাতে।
সংবর্ধনায় সাবিনা খাতুন অভাব অনটন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেভাবে নিজেকে জাতীয় স্তরের নারী ফুটবলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সে সম্পর্কে দীর্ঘ বক্তব্য দেন। ফুটবল জগতে তাঁর প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কোচ প্রয়াত আকবর আলীর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন তিনি।
সাবিনা খাতুন জানান, কোচ আকবর আলীর প্রতিষ্ঠিত জ্যোতি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। তিনি জেলা প্রশাসকের কাছে নারীদের ফুটবল খেলার জন্য একটি মাঠ, তাঁর নিজের বাড়িতে ঢোকার জন্য রাস্তাটি সংস্কার ও নিজের অনার্স পাস ছোট বোনের চাকরির দাবি করেন।
সাবিনার মা মমতাজ বেগম জানান, তাঁর মেয়ে সাবিনা যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, অন্য কোনো নারী ফুটবলারকে যেন তেমনিটি করতে না হয়। এ জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন তিনি।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, সাবিনা ও মাছুরা শুধু সাতক্ষীরার নয় সারা বাংলাদেশকে বিশ্বের ইতিহাসে নতুন জায়গায় দাঁড় করিয়েছেন। তিনি সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য সর্ব সাধারণের সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সাবিনা সাতক্ষীরাকে সংবর্ধিত করেছে। মাছুরা সাতক্ষীরায় এলে দুজনকেই সাতক্ষীরা স্টেডিয়ামে বড় আকারে সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে শনিবার দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাবিনা ও তাঁর মাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সাবিনাকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এরপর শনিবার রাতেই সাবিনা খাতুন ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন বলে জানা গেছে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে অধিনায়ক সাবিনা খাতুন ও তাঁর মা মমতাজ বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ও দুপুর ২টায় সাতক্ষীরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক সংবর্ধনা দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, আন্তর্জাতিক রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবু নাসের, সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, সাবিনা ও মাছুরার কোচ প্রয়াত আকবর হোসেন স্ত্রী রেহেনা আক্তারসহ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনা ও তাঁর মাকে ফুলের তোড়া দিয়ে বরণ করার পর বিশেষ উপহার দেওয়া হয়। ক্রেস্ট তুলে দেওয়া হয় সাবিনার হাতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা ও সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষ থেকে আরও এক লাখ টাকা দেওয়া হয় সাবিনার হাতে।
সংবর্ধনায় সাবিনা খাতুন অভাব অনটন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেভাবে নিজেকে জাতীয় স্তরের নারী ফুটবলে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সে সম্পর্কে দীর্ঘ বক্তব্য দেন। ফুটবল জগতে তাঁর প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কোচ প্রয়াত আকবর আলীর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন তিনি।
সাবিনা খাতুন জানান, কোচ আকবর আলীর প্রতিষ্ঠিত জ্যোতি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। তিনি জেলা প্রশাসকের কাছে নারীদের ফুটবল খেলার জন্য একটি মাঠ, তাঁর নিজের বাড়িতে ঢোকার জন্য রাস্তাটি সংস্কার ও নিজের অনার্স পাস ছোট বোনের চাকরির দাবি করেন।
সাবিনার মা মমতাজ বেগম জানান, তাঁর মেয়ে সাবিনা যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, অন্য কোনো নারী ফুটবলারকে যেন তেমনিটি করতে না হয়। এ জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন তিনি।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, সাবিনা ও মাছুরা শুধু সাতক্ষীরার নয় সারা বাংলাদেশকে বিশ্বের ইতিহাসে নতুন জায়গায় দাঁড় করিয়েছেন। তিনি সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য সর্ব সাধারণের সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সাবিনা সাতক্ষীরাকে সংবর্ধিত করেছে। মাছুরা সাতক্ষীরায় এলে দুজনকেই সাতক্ষীরা স্টেডিয়ামে বড় আকারে সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে শনিবার দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাবিনা ও তাঁর মাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সাবিনাকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এরপর শনিবার রাতেই সাবিনা খাতুন ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে