যশোরের মনিরামপুরে বিএনপির ৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিএনপির এক নেতার বাড়ি সামনে মিছিল বের করার সময় তাঁদের আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন-থানার উপপরিদর্শক (এসআই) মলয় বসু, এসআই ইব্রাহিম হোসেন, এএসআই কাজল চ্যাটার্জি ও কনস্টেবল এম এ রশিদ। আহতরা সন্ধ্যায় মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ আজ বিকেলে থানার পাশে বিএনপির লোকজন লাঠিসোঁটা ও ককটেল নিয়ে জড়ো হয়ে মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬ জনকে আটক করে। এ সময় থানার ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আটক বিএনপির ৬ নেতা হলেন- শ্যামকুড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনসার আলী, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, চালুয়াহাটির ইউপি সদস্য বিল্লাল হোসেন, বিজয়রামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, যশোর সদরের সিদ্দিকুর রহমান ও চালুয়াহাটির মাহবুবুর রহমান।
মনিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘ওসির অনুমতি নিয়ে আজ আমার বাড়ির আঙিনায় নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা করি। সভা চলা অবস্থায় বাইরে পুলিশের উপস্থিতি টের পায়। সভা শেষে শান্তিপূর্ণভাবে নেতা-কর্মীরা বের হওয়ার সময় পুলিশ ৯-১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ৩ জনকে ছেড়ে দিয়েছে। বাকি ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় চার পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে আসে। তাঁদের শরীরে ছোটখাটো জখম ছিল। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
যশোরের মনিরামপুরে বিএনপির ৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিএনপির এক নেতার বাড়ি সামনে মিছিল বের করার সময় তাঁদের আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন-থানার উপপরিদর্শক (এসআই) মলয় বসু, এসআই ইব্রাহিম হোসেন, এএসআই কাজল চ্যাটার্জি ও কনস্টেবল এম এ রশিদ। আহতরা সন্ধ্যায় মনিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ আজ বিকেলে থানার পাশে বিএনপির লোকজন লাঠিসোঁটা ও ককটেল নিয়ে জড়ো হয়ে মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬ জনকে আটক করে। এ সময় থানার ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আটক বিএনপির ৬ নেতা হলেন- শ্যামকুড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনসার আলী, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, চালুয়াহাটির ইউপি সদস্য বিল্লাল হোসেন, বিজয়রামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, যশোর সদরের সিদ্দিকুর রহমান ও চালুয়াহাটির মাহবুবুর রহমান।
মনিরামপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘ওসির অনুমতি নিয়ে আজ আমার বাড়ির আঙিনায় নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা করি। সভা চলা অবস্থায় বাইরে পুলিশের উপস্থিতি টের পায়। সভা শেষে শান্তিপূর্ণভাবে নেতা-কর্মীরা বের হওয়ার সময় পুলিশ ৯-১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ৩ জনকে ছেড়ে দিয়েছে। বাকি ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় চার পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে আসে। তাঁদের শরীরে ছোটখাটো জখম ছিল। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে