Ajker Patrika

কুয়েট বন্ধ তিন মাস, বেতন-ভাতার অনিশ্চয়তায় শিক্ষক-কর্মচারীরা

খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাড়ে তিন মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। গত দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমও। ১২ দিন ধরে কুয়েট কার্যত ভাইস চ্যান্সেলরবিহীন (ভিসিবিহীন) অবস্থায় রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন-ভাতা না পাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ঈদুল আজহার মাত্র এক সপ্তাহ বাকি, অথচ বেতন ও উৎসব ভাতা না পাওয়ার শঙ্কায় রয়েছেন প্রায় ১ হাজার ১০০ কর্মকর্তা-কর্মচারী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া আর্থিক কার্যক্রম চালু রাখার অনুমতি চেয়ে বৃহস্পতিবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ে আবেদন করেছেন।

এর আগে ২৫ মে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধানসহ প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকেরা শিক্ষা উপদেষ্টার কাছে কুয়েটের স্থবিরতা নিরসনে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন ভিসি অধ্যাপক ড. মো. হযরত আলী ১৯ মে ক্যাম্পাস ত্যাগ করেন এবং ২২ মে হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। এর পর থেকেই কুয়েটে শিক্ষা, প্রশাসন ও আর্থিক কার্যক্রম পুরোদমে অচল হয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভিসি নিয়োগ না হওয়ায় মে মাসের বেতন-ভাতা ও ঈদের উৎসব ভাতা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিকল্প ব্যবস্থায় অন্তত আর্থিক কার্যক্রম চালুর নির্দেশনার দাবি জানিয়েছেন রেজিস্ট্রার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

ছাত্রদলের দাবির মুখে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত