Ajker Patrika

১৫ দিনের স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় কারাগারে সাবেক স্বামী

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
১৫ দিনের স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় কারাগারে সাবেক স্বামী

মেহেরপুরের গাংনী উপজেলায় ১৫ দিনের স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মদনা বেলতলা পাড়ার মৃত ফজের আলীর ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, মামলার আসামি রবিউল ইসলাম বিভিন্ন সময় তাঁকে প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসতেন। এতে মামলার বাদী রাজি না হওয়ায় আসামি তাঁকে বিভিন্নভাবে সম্মানহানির ভয় দেখিয়ে মোবাইল ফোনে কথা বলতে বাধ্য করেন। একপর্যায়ে সংসার ছেড়ে রবিউল ইসলামকে বিয়ে করেন। সংসারের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর জানতে পারেন রবিউল ইসলামের আরও এক স্ত্রী রয়েছে। তাই তিনি রবিউল ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার পূর্বের স্বামীর কাছে চলে আসেন। 

এই ঘটনার পর থেকে আসামি রবিউল ইসলাম আবার বেপরোয়া হয়ে ওঠেন। রবিউল ইসলাম তাঁর ১৫ দিনের সংসার জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন। সেই ভিডিও তাঁর কাছে পাঠিয়ে সংসার নষ্ট করার হুমকি দেন এবং আবারও শারীরিক সম্পর্কের দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ১১ বছর বয়সী শিশুকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যান। পরে প্রস্তাবে রাজি হলে রবিউল ইসলাম তাঁর ছেলেকে ছেড়ে দেন। এভাবে বিভিন্ন স্থানে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে জানান ওই নারী। 

এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার রাতে রবিউল ইসলামকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ পরিদর্শক তদন্ত মনোজিৎ কুমার নন্দী রাতেই মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন। 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত