Ajker Patrika

নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা 

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা 

নড়াইলের কালিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান সিভিল সার্জন সাজেদা বেগম পলিন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ইনজেকশন, চিকিৎসকের অনুপস্থিতি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ক্লিনিক পরিচালনাসহ একাধিক অভিযোগে ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আসমা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, জনসভা প্যাথলজি সেন্টারকে ৫ হাজার টাকা, বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা। এ ছাড়া কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও ওমর ফারুক ক্লিনিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালাসহ মা মেডিসিন কর্নারের ফার্মেসির লাইসেন্স না থাকায় তা বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত