Ajker Patrika

খুলনায় সড়ক দুর্ঘটনার কবলে সেনাপ্রধানের বোন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫: ০১
খুলনায় সড়ক দুর্ঘটনার কবলে সেনাপ্রধানের বোন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বোন মিসেস রুনু রেজা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা-ঢাকা মহাসড়কের লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রুনু রেজা নিজের প্রাইভেট কারে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গাড়িটি ফকিরহাটের লখপুর এলাকায় পৌঁছালে মোংলা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান রুনু রেজাকে বহনকারী গাড়ির পাশে ধাক্কা দেয়। প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। গাড়ির চালক আহত ও গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অপর তিন যাত্রী রক্ষা পান। চালকের দক্ষতায় গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা এড়িয়ে খাদের নরম মাটিতে উল্টে পড়ায় বড় ধরনের ক্ষতির থেকে সবাই রক্ষা পেয়েছে বলে জানান কাটাখালী মডেল থানা-পুলিশ। 

কাটাখালী হাইওয়ে পুলিশ ও র‍্যাব-৬-এর উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে খুলনায় নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। 

গাড়ি-সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িদুর্ঘটনার শিকার রেনু রেজা জাতীয় মহিলা সংস্থার সভাপতি, বিথার ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর ফেসবুক প্রোফাইল থেকে এ তথ্য জানা গেছে। 

কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত