Ajker Patrika

২ তরুণীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতার সহকারী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৬: ৪৯
২ তরুণীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতার সহকারী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণ মামলায় পলাতক আসামি মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জারিয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি গভীর রাতে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকা থেকে মোটরসাইকেলগামী দুই তরুণ ও দুই তরুণীকে আটকে মারধর, টাকা ছিনতাই ও ধর্ষণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও তাঁর সহযোগী মেহেদী হাসান। পরদিন সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে। পরে তাঁদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে শাকিল ও মেহেদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

ওই দিন সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফকিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গত সোমবার বিকেলে শাকিলকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মেহেদীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত