Ajker Patrika

ডোবা থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে

চৌগাছা (যশোর) প্রতিনিধি
ডোবা থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে

যশোরের বসুন্দিয়ার পদ্মবিলায় পুকুর থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকিরচর গ্রামের পরিবহন ব্যবসায়ী রেজাউল ইসলামের (৪০) বলে নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম। 

মৃত রেজাউল ইসলাম ওই গ্রামের ইউনুস বয়াতী ও মমতাজের ছেলে। তাঁর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। 

জানা যায়, আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বসুন্দিয়ার পদ্মবিলার যশোর-খুলনা মহাসড়কের পাশের একটি পুকুর থেকে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। 

এ বিষয়ে উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, রেজাউলের নিজস্ব ট্রাক রয়েছে। কয়েকদিন আগে ওই ট্রাকের ড্রাইভারসহ বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। পুলিশ ধারণা করছে, ট্রাকের ড্রাইভার কিংবা হেলপার পূর্বপরিকল্পিতভাবে রেজাউলকে হত্যা করে মরদেহ বসুন্দিয়ার ওই পুকুরে ফেলে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত