Ajker Patrika

নড়াইলে সোবহান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে সোবহান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. ফায়জুর মোল্লা, ফারুক মোল্লা, কামাল খান, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্লা। রায় ঘোষণার সময় ফায়জুর মোল্লা, ফারুক মোল্লা ও কামাল খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১০ এপ্রিল সকালে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় দোকানে ডিজেল কিনতে যাচ্ছিলেন। তিনি টাকিমা এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।

গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সোবহান ফারাজীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সোবহানের ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত