নড়াইল প্রতিনিধি
নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. ফায়জুর মোল্লা, ফারুক মোল্লা, কামাল খান, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্লা। রায় ঘোষণার সময় ফায়জুর মোল্লা, ফারুক মোল্লা ও কামাল খান আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১০ এপ্রিল সকালে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় দোকানে ডিজেল কিনতে যাচ্ছিলেন। তিনি টাকিমা এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।
গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সোবহান ফারাজীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সোবহানের ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. ফায়জুর মোল্লা, ফারুক মোল্লা, কামাল খান, আশিকুর রহমান ও ফসিয়ার মোল্লা। রায় ঘোষণার সময় ফায়জুর মোল্লা, ফারুক মোল্লা ও কামাল খান আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১০ এপ্রিল সকালে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় দোকানে ডিজেল কিনতে যাচ্ছিলেন। তিনি টাকিমা এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।
গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সোবহান ফারাজীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সোবহানের ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত গত শুক্রবার তাদের চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
১৬ মিনিট আগেনাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদুল ইসলামের হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
৩৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
৩৯ মিনিট আগে