Ajker Patrika

যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

­যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ২১: ২৩
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।

আজ শনিবার দুপুরে যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বিগত আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিগত সময়গুলোর আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অনেক নেতা-কর্মী হত্যার শিকার হয়েছে। সেইসব রাজনীতি পরিহার করতে হবে। বিগত সময়কালের রাজনীতি আর বর্তমানের রাজনীতি এক নয়। রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে।’

আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান।

জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক সভায় সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত