Ajker Patrika

নড়াইলে আটক জামায়াতের ১০ নেতা-কর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০: ৩৪
নড়াইলে আটক জামায়াতের ১০ নেতা-কর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

নড়াইলে জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ মঙ্গলবার নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. মিঠুন মোল্লা (২৫), মো. হাসান ফকির (৫৯), মো. ইব্রাহিম শিকদার (৪৫), মো. সলেমান মোল্লা (৪৫), মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), নাজমুল ইসলাম (৪০), মো. ফিরোজ মোল্লা (৪৮), মো. মাকিবুর রহমান (৫৩), মো. কুরবান মোল্লা (৪৫) ও মুস্তাহিদ হোসেন (৩৫)। তবে দলে তাঁদের কার কী পদ-পদবি, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্র হন। পূর্বপরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে ওই দিন মিছিল ও স্লোগান দেন। পরে পুলিশের তৎপরতায় তাঁরা স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা করে।

ওসি আরও বলেন, সেই নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার বিকেলে জেলায় কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালে জামায়াতের নেতা-কর্মীদের পুলিশ আটক করে। পরে তাঁদের হয়রানি করার জন্য নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত