Ajker Patrika

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা এল মোংলায়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৮: ০৩
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা এল মোংলায়

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামক একটি বাণিজ্যিক জাহাজ। আজ সোমবার বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ১২ নম্বরে জেটিতে জাহাজটি নোঙর করে।

জাহাজের স্থানীয় এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। প্রথম দফায় ২৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে সাড়ে ১৯ হাজার টন কয়লা খালাস করা হয়। এরপর তা লাইটার জাহাজে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে আনা হয়। 

রিয়াজুল হক আরও বলেন, বাকি ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে আজ (সোমবার) বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর জেটিতে নোঙর করে এমভি জেইন। দুপুরের পর পণ্য খালাস শুরু হয়। সেখান থেকে কয়লা লাইটার জাহাজে করে তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে। 

এর আগে ৩১ জুলাই রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ টন কয়লা নিয়ে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক আরেকটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত