খুলনা প্রতিনিধি
ফেনসিডিল বিক্রির মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে জয়নাল আবেদীন এবং অভয়নগর উপজেলার কইকরানপাড়ার বাসিন্দা মো. মিলন হাওলাদারের ছেলে মিল্টন ওরফে পিল্টন হাওলাদার।
সাজাপ্রাপ্ত আসামি মিল্টন হাওলাদার পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালতের সূত্র জানায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশনের সামনে ট্রাফিক গোলচত্বরের সামনে দুজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই স্থানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশ এ সময় তাঁদের কাছে থাকা বাজারের ব্যাগ হতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা করেন এবং একই বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন ও মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ফেনসিডিল বিক্রির মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে জয়নাল আবেদীন এবং অভয়নগর উপজেলার কইকরানপাড়ার বাসিন্দা মো. মিলন হাওলাদারের ছেলে মিল্টন ওরফে পিল্টন হাওলাদার।
সাজাপ্রাপ্ত আসামি মিল্টন হাওলাদার পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালতের সূত্র জানায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশনের সামনে ট্রাফিক গোলচত্বরের সামনে দুজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই স্থানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশ এ সময় তাঁদের কাছে থাকা বাজারের ব্যাগ হতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা করেন এবং একই বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন ও মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
২ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে