Ajker Patrika

চুয়াডাঙ্গায় পৌঁছেছে আরও ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় পৌঁছেছে আরও ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা

চুয়াডাঙ্গায় আরও ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছেছে। রোববার রাত সাড়ে ১০টায় টিকা বহনকারী একটি গাড়ি সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগ ওই ৫৬ হাজার টিকা বুঝে নেন। সোমবার থেকে সাধারণ মানুষের মধ্যে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ অ্যাস্ট্রাজেনেকার মোট এক লাখ ২০ হাজার ডোজ টিকা পেল। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ও দ্বিতীয় উভয় ডোজ পেয়েছে ৫৭ হাজার ৮৭১ জন। 

জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি জেলার চার উপজেলায় বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। ৮ এপ্রিল থেকে শুরু হয় জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। ৮ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জেলায় অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ১০৪ জন। সেসময় টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিতে বাদ পড়েন ২৬ হাজার ৭৬৭ জন। দীর্ঘ প্রতীক্ষার পর আগস্ট মাসের ছয় তারিখে জেলা সিভিল সার্জন অফিসে ২৮ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছায়। পরদিন শনিবার থেকেই বাদ পরা ২৬ হাজার ৭৬৭ মানুষের মধ্যে এই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। 

এদিকে গত ১৩ আগস্ট সকাল সাড়ে ৮টায় গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধির মাধ্যমে করোনার টিকাবাহী একটি গাড়ি ২৭ হাজার ৬শ ডোজ সিনোফার্মার টিকা নিয়ে জেলায় পৌঁছায়। জেলা স্বাস্থ্য বিভাগ তা বুঝে নেন। এরপর গত ১৪ আগস্ট থেকে আবারও সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। গত শনিবার ওই টিকার সমস্ত ডোজ প্রদান করা শেষ হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘রোববার দুপুরে টিকাবাহী গাড়িটি চুয়াডাঙ্গায় পৌঁছানোর কথা ছিল। তবে গাড়িটি রাত সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এবার আমরা অ্যাস্ট্রাজেনেকার ৫ হাজার ৬শ ভায়াল বা ৫৬ হাজার ডোজ টিকা পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত