Ajker Patrika

জামিনে মুক্তি পাওয়া বিএনপির ১০ নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
জামিনে মুক্তি পাওয়া বিএনপির ১০ নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পেট্রল বোমা ও ককটেল উদ্ধার মামলায় বিএনপির ১০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার জেল থেকে বের হলে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় নেতা-কর্মীরা।

মামলায় জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির কার্যালয়ের পেছন থেকে পাঁচটি ককটেল ও তিনটি পেট্রল বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলায় পুলিশ ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

ওই মামলায় গতকাল মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্তি পান ১০ জন নেতা-কর্মী। 

জামিনে মুক্তি পেয়েছেন কোটচাঁদপুর পৌরসভার কাউন্সিলর আবু হানিফ, হাবিবুর রহমান, মনিরুজ্জামান, তোয়াছ উদ্দিন, ইদ্রিস আলী খান, মোয়াজ্জেম হোসেন (৫৫), অসিম হোসেন (৪০), হাদিউজ্জামান (৪০), রিপন উদ্দিন (৩৪), গোলাম মোস্তফা ফারুক (৪২), ইউপি সদস্য আবুল হোসেন (৪০)।

এদিকে নেতা-কর্মীদের জামিনের খবরে জেল গেটে জড়ো হন কোটচাঁদপুর বিএনপির নেতা-কর্মীরা। এরপর জেল থেকে বের হওয়ার পর তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করেন তাঁরা। 

কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, বোমা ও ককটেল উদ্ধার মামলায় মঙ্গলবার ঝিনাইদহ জেলা দায়রা ও জজ আদালত থেকে জামিনে মুক্তি পান ১০ জন নেতা-কর্মী। তবে কাগজ পত্রের কারণে বুধবার সকালে জেল থেকে বাড়ি ফিরেছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত