Ajker Patrika

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, চালক আটক

ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, চালক আটক

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে মাহেন্দ্র চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুনের (৩২) পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী ও ৪৫ বছর বয়সী এক পুরুষের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী জানায়, আজ দুপুর ২টার দিকে বালুবাহী একটি ট্রাক যাত্রীবাহী একটি মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টায় ডোবার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মাহেন্দ্রটি এখনোও উদ্ধার করা যায়নি। পুলিশ ট্রাক চালক রাকিব শেখকে আটক করেছে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, বালু ভর্তি ট্রাক এবং যাত্রীবাহী মাহেন্দ্র খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মাহেন্দ্রকে পেছনের দিকে ধাক্কা দিলে মাহেন্দ্রসহ ট্রাকটি মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। মাহেন্দ্রর ওপর বালু ভর্তি ট্রাক উঠে পড়ায় সেটি পানির নিচে তলিয়ে যায়। মাহেন্দ্র থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। মাহেন্দ্রটি উদ্ধারের চেষ্টা চলছে। 

মো. ওবাইদুর রহমান বলেন, ট্রাক চালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে। 

এদিকে দুর্ঘটনায় পর উদ্ধার কাজ চালানোর জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টায় উদ্ধার কাজ শেষ হলে মহাসড়ক খুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত