Ajker Patrika

ব্যাটের অভাবে ঢাকায় খেলা অনিশ্চিত বিভাগীয় সেরা রাবেয়ার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৫: ২৪
ব্যাটের অভাবে ঢাকায় খেলা অনিশ্চিত বিভাগীয় সেরা রাবেয়ার

আন্তস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে সেরা খেলোয়াড় হয়েছেন মোছা. রাবেয়া খাতুন (১৩)। এবার জাতীয় পর্যায়ে আগামী ১৯ ডিসেম্বর ঢাকা শিশু একাডেমিতে খেলবে রাবেয়া। সেখানে খেলার জন্য দরকার একটি ভালো মানের ব্যাট, যা তার নেই। ফলে একটি ব্যাটের অভাবে ঢাকায় খেলা অনিশ্চিত হয়ে পড়েছে এই খুদে খেলোয়াড়ের।

রাবেয়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যানচালক মো. মামুন হোসেনের মেয়ে ও তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে।

রাবেয়ার পরিবার জানায়, ছোট থেকেই রাবেয়া ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে।

রাবেয়া খাতুন বলে, ‘বড় খেলোয়াড় হতে চাই। কিন্তু পরিবারের সামর্থ্য নেই। অর্থের অভাবে সব খেলা খেলতে যেতে পারি না। খেলতে ভালো সরঞ্জাম ও পোশাক লাগে। এবার ব্যাডমিন্টনে বিভাগীয় সেরা হয়েছি। ১৯ ডিসেম্বর ঢাকায় খেলা। একটা ভালো ব্যাট দরবার। বাবা দিতে পারছে না। সেখানে ভালো ব্যাট ছাড়া খেলা যাবে না।’

ভ্যানচালক বাবা মামুন হোসেন বলেন, ‘মেয়ে এবার ঢাকা শিশু একাডেমিতে খেলবে। একটা ভালো ব্যাট দরকার। কিন্তু আমার সামর্থ্য নেই। এ ছাড়া ঢাকায় যাতায়াতের জন্য অনেক টাকা লাগবে। সাহায্য পেলে মেয়েটি খেলতে পাড়ত।’

তেবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন, ‘রাবেয়া আর্থিক সহযোগিতা পেলে অনেক দূর যাবে। সে ৫০তম শীতকালীন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উচ্চ লাফে দ্বিতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। আমি তার সাফল্য কামনা করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘রাবেয়াকে ব্যাটের ব্যবস্থা করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত