Ajker Patrika

বহিরাগতদের মারধরের শিকার হলেন ২ ইবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
বহিরাগতদের মারধরের শিকার হলেন ২ ইবি শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।

এদিকে অভিযুক্তদের বিচারের দাবিতে সন্ধ্যায় ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাঁদের দাবিগুলো হলো—এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা।

মারধরের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরাজানা যায়, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সময় স্থানীয় বখাটেরা তাঁদের সঙ্গে থাকা বান্ধবীদের ভিডিও করে। এর প্রতিবাদ জানিয়ে তাঁরা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। সে সময় বহিরাগত আকাশ শিক্ষার্থীদের ক্যাম্পাসে বাইরে পেলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর সন্ধ্যায় জিসাদ ও সুপ্ত পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের জন্য তেল আনতে গেলে, তাঁদের মারধর করেন আকাশসহ তিন চারজন বহিরাগত।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা নিরাপদ ক্যাম্পাস ও ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চান। দাবি পূরণ না হলে আন্দোলন চলমান রাখবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর শরিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আমরা বিষয়টা জানার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত