যশোর প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ করা হবে।
আজ রোববার যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি অভয়নগরের আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এ সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তখন আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘এর আগেও ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়ে লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এখানে কারিগরি সমস্যায় রূপ নিয়েছে। আগের প্রকল্পের মূল্যায়নের সঙ্গে দোষ সাব্যস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে অবৈধ খাল দখল বা ঘের রয়েছে, সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যাঁরা ঘের দখল করে মাছ চাষ করছেন, তাঁদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন-জীবিকাকে জিম্মি করে তো আর ঘের রক্ষা করতে পারি না। অবৈধ ঘের সরাতে হবে।’
পানিসম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, যশোর, জেলার খবর, ভবদহ, জলাবদ্ধতা, পানি উন্নয়ন বোর্ড
পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ করা হবে।
আজ রোববার যশোরের দুঃখ খ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি অভয়নগরের আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এ সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তখন আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘এর আগেও ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়ে লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ। এখানে কারিগরি সমস্যায় রূপ নিয়েছে। আগের প্রকল্পের মূল্যায়নের সঙ্গে দোষ সাব্যস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে অবৈধ খাল দখল বা ঘের রয়েছে, সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যাঁরা ঘের দখল করে মাছ চাষ করছেন, তাঁদের নীতিমালা মেনেই মাছ চাষ করতে হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে। মানুষের জীবন-জীবিকাকে জিম্মি করে তো আর ঘের রক্ষা করতে পারি না। অবৈধ ঘের সরাতে হবে।’
পানিসম্পদ মন্ত্রণালয়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, যশোর, জেলার খবর, ভবদহ, জলাবদ্ধতা, পানি উন্নয়ন বোর্ড
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে