Ajker Patrika

বেনাপোলে প্রায় ১ কেজি স্বর্ণসহ নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৫: ১৬
বেনাপোলে প্রায় ১ কেজি স্বর্ণসহ নারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন ভবন থেকে ৮৪৩ গ্রাম স্বর্ণসহ উম্মে ছালমা নামে এক নারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভারতে যাওয়ার পথে ওই নারীকে জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের বিষয়টি ধরা পড়ে। 

আটক স্বর্ণ পাচারকারী নারী ঢাকার ডেমরা এলাকার রাব্বি চৌধুরীর স্ত্রী। 

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, তাঁদের কাছে গোপন খবর আসে, পাসপোর্টধারী এক নারী যাত্রী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হয়ে ভারতে যাবেন। পরে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন নারী কাস্টমসে প্রবেশ করলে তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অবৈধভাবে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁর কাছ থেকে ৮৪৩ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণবার গলিয়ে গয়নাজাতীয় তৈরি করে কৌশলে পাচার করা হচ্ছিল। 

মনিরুজ্জামান চৌধুরী জানান, এসব স্বর্ণের বাজারমূল্য ৫৫ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত